প্রবাসী ছন্দে শহিদ আজাদ (বাংলাদেশ)

ভালোবাসার আখ্যান
তুমি কি খুঁজবে আমায়
যদি হারিয়ে যাই কোনো সূদুরে অন্য কোথায়,
ভাববে কি আমায় নিয়ে
পুরাতন স্মৃতি মনে করে যা গেছে হারিয়ে,
স্বপ্নের জাল বুনে বুনে
দিনক্ষণ গুনে গুনে
কখন কোন্ শুভ লগনে
তুমি আর আমি ছিলাম আনমনে
কোনো এক রোদ্দুরে অথবা স্নিগ্ধ বিকেলে
বসন্তের খোলা হাওয়া যেতো খেলে
আমাদের মনের গভীরে
দোলনার দোল খেতো অন্তরে।
তুমিহীনা এই যে দু:সময় করছি পার একাকী নির্জনে
তোমাকেই ভেবে ভেবে আপন মনে।
কখনো কি তুমি মনে করো আমায়
বসে কোন এক বটের ছায়ায় !
বিষন্নতার সুরে কুহু কুহু কোকিল ডাকে
সাথীরে হারিয়ে যখন সে একা থাকে !
আমিও ডাকি তোমায় হৃদয়ের গভীর থেকে
ভাবনাগুলো চলে নদীর মতো এঁকেবেঁকে।
হবে কি আবার দেখা কোনক্ষণে কোনদিন,
ফিরে কি পাবো সে জীবন যে জীবন ছিল রঙিন।