সমীপেষু
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
স্লোগান
ইতিহাস থমকে দাড়াক!
যুগ পরিবর্তনের দরকার নেই।
এরা হিংস্র হয়ে ওঠে পদের লোভে
আক্রোশ মেটায় অকাব্যিক কাব্যে!
স্বপ্ন দেখা যখনই প্রাণঘাতী হয়ে ওঠে
সরীসৃপই তখন রাজতন্ত্রের দাবিদার
মুখোশ পরা মানুষের ভিড়ে একা দাঁড়িয়ে কী লাভ!
চলো কবি, পালিয়ে বাঁচি!
না, কাব্য করার জন্য একটা শব্দও নয়
এ আমার সমাজ বিরোধী স্লোগান,
চোখের জল শুক্ন করে—
হয়তো বা এ কোনো মহাকাব্যের প্রিফেজ
আনন্দ নিয়ে সুখি জীবন কাটাও তুমি,
আসলে তা উচ্ছিষ্ট।
তোমার আমার মিল হবে বারবার,
ত্যাগ করাটা পরিণতি যথেষ্ট!
শাল্যদানী