কবিতায় সুশান্ত সাহা

প্রখর জ্যৈষ্ঠ
তোমার দেখা স্বপ্নের দেশ ,ভরেছে আগাছা জঞ্জালে
খুলিনি বহুদিন তোমার আলোর খাম,দেখিনি পড়েও আনমনে,,,
তবুও তোমার নামে জয়ধ্বনি তোমার নামেই দেশ,
কারার কপাট আজ ও ভরে মুক্তমনা আর সাংবাদিক শেষমেষ।
তোমায় নিয়ে বসলে পড়তে নাড়াচাড়া আঁতলামি
তোমার আগ্নেয়গিরি জল ছবি আজ কে আর করে পড়ার হয়রানি,,,
দেশটা এখনো অগোছলা ন্যায় নীতি ও বাণী
ঠান্ডা ঘরে খায় খাবি খায় মিথ্যের হাতছানি,,,
দেশটা আমার আজ ও কেমন আলোর মশালে ভরা
নওজোয়ান আজ ও দিশেহারা হয়েছে নাগরিক জরা,,,,
চোখ খুলে দেখি মনের ভিতর স্বপ্ন থেকে থেকে
তোমার বীনায় সুর বেঁধে যায়,সবাইকে যায় ডেকে,
দু-একজন মানুষ এখনো তোমার নামেই গায়
তোমার স্বপ্নের রং ছিটিয়ে নাড়ে কড়া ঠিক দরজায়
ঘুম ভেঙ্গে যায় আমারও কেমন,আমারো তো এ দায়
খুলবো তালা মনের সবার ,স্বপ্নের জলসায়।