ক্যাফে কাব্যে শুভম

সমাপ্তি

অন্তিমক্ষণ আসিল যখন,
কষ্টের আগ্নেওগিরির রাখিয়া অন্তরে,
মৃদু হাস্যস্রোত প্রকট হইল তখন
– এ আননে।
এ অভিমানিনীর শত অভিযোগ,
তলিয়ে যায় সে মৃদু হাস্যস্রোতে ভেসে,
জানি সবই ছিল অর্থহীন, সে তোমারি
– কাননে।
কষ্টের আগ্নেয়গিরি যখন
মিলেছিল বাঁধ তোমারি সম্মুখে,
বুঝেছিলাম তখন, নচেৎ তুমি যে পড়িতে ভেঙে আপন
– হৃদপ্রাঙ্গণে।
ভিড় করে আসা শত মিথ্যে প্রতিশ্রুতি স্তুপ
তুলে রেখেছিলাম যা সযত্নে
ভেবেছিলাম সব গুরিয়ে যাবে, এ অপেক্ষার ই
– অবসানে।
নিদ্রাহীন কত প্রহরে,
তিলে তিলে জমা শত কষ্টে,
শুকিয়েছে কত অশ্রু ধারা সাক্ষী হীন হয়ে আমারি
– এ অক্ষী প্রাঙ্গণে।
আর মাত্র ক্ষণিক সময়
পাবোনা আর কাছে তোমায়
চলে যাবার ফলকনামা দিচ্ছিল
– তারই বয়ান
থেকো তুমি ভালো, লয়ে তারে,
চাহিয়াছে যারে আপন অন্তর দেশে,
আমি না হয় কাটিয়ে দেবো, ক্ষণিক রাখিয়া তোমা চিত্র
– এ হৃৎপ্রাঙ্গণে।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।