আমি তনিমা হাজরা। লিখি কবিতা, গল্প, অনুগল্প, মুক্তগদ্য, প্রবন্ধ।
যে ভাষায় আমার ভেতর সন্ধিপুজো,
সে ভাষায় ঘুমের থেকে উঠছি জেগে,
সে ভাষায় আমায় তুমি একটু খুঁজো,
সে ভাষায় খড়কুটোদের জুটিয়ে এনে
নিজের ভেতর নিজেই আমি আগুন জ্বালি,পুড়িয়ে ফেলে জমিয়ে রাখা আবর্জনা মুখে আর গায়ে মাখি সেই প্রদাহের ভুসোকালি।
আদতে কালি হলেও আসলে
তা হোমের টীকা।
কালো দিয়ে গাঢ় করে আরও লেখা
কাপুরষ সামান্যতায় নামকে ওয়াস্তে প্রতিবাদী,
আমাদের মতো যারা শুধুই কাঁদি,
রুখে ওঠা যাদের বীজে সুদূরের পরাহত,
মনের মতো বাঁচতে চাওয়ার আর্তি ঝরে শিশিরের বিন্দু যেমন ঘাসের উপর ভয়ে ভয়ে কান্না রাখে রাত্রির চুপিসাড়ে,
এমনি কিছু ঠান্ডা হিমের জলের ধারে,
কখন যেন পাচার হয়ে যায় মানুষের
নিত্যদিনের স্বভাব গুলো,
খোলনলচের ভেতর ভেতর,
আজব রকম রদবদলের অষ্টপ্রহর ঢাক আর ঢোল বাজতে থাকে,
হরি, হরি, হরি, হরি রাত্রিদিন ।।
মিঠে রোদ্দুর জানায় তোমায় হঠাৎ করে বদলে যাওয়ার জন্মদিন।।
– তনিমা হাজরা।।