সম্পাদকীয়
by
·
Published
· Updated
দেশ জুড়ে লকডাউন, মানে বন্ধ ঘর বন্ধ বাইরে। দিন আনা দিন খাওয়া মানুষ কি করবে?
আর এই অজস্র মৃত্যু।
এ হাহাকার কি দিয়ে থামাই।
ধর্ম রথ
প্রাণ হে তুমিই প্রাণকে দেখো
এগিয়ে দিয়ে মায়ার হাত
অর্থ বিত্ত হিসেব লেখার
চলছে চলুক কিস্তিমাত
মরণশীল এই মাটির ওপর
আরো ব্যথার জাল পাতা
অভাব আছে আরো আছে
স্বভাব পশুর ফাঁদ পাতা
যন্ত্রণাকে উল্লাসে খায়
মানুষ পশু ঠোঁট চেটে
এগিয়ে এসে বাঁচিও
যারা বলির পাঁঠা একচেটে
সেই খানে হোক সত্যি পূজা
সেই মানুষের ধর্মটাই
মানব ধর্ম রথের ধ্বজা
ভালোর সংজ্ঞা হোক সেটাই।
সবার আছে সমস্যা সব
সংশয় নয় মনের বল
মানুষ হতে হাত বাড়ালেই
বলবে বন্ধু সংগে চল।
সোনালি