বর্ষায় প্রেম সংখ্যার কবিতা সিরিজে সায়ন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বৃষ্টিমেঘের আলেয়া- ১
৫.
আবার হবে ঝড়
অনুশ্রী বাড়িঘর
চার হাত করে বাঁধ
গুপ্তধন মাটিতে লুকিয়ে রেখে
একদিন ওটা গাছ হয়ে যাবে, দেশ হবে অবশেষ
দুজনে মিলে পাহারা দেব আকাশ
দেখছি শুধু ভূমিকাঁপন –
সমুদ্রনাভী, অন্ধ অতল ক্ষেত
শক্ত করে মানুষ বাঁধো
কোমরে দিয়ে স্নায়ুপাটের দড়ি ।
৬.
এখনও জানি, মাটি চাপা সেই ঘাস
ট্রাম লাইন ধরে হঠাৎ সেই হাঁটা
আকাশের ঠোঁট আকাশবাণীর ছাদে
তোমার বুকে পরীর বাঁশি বাজে
সাবধানে ওই হাতটা চেপে ধরে
বিকেলবেলার সূর্য তোমার গলায়
খোলা হাওয়ায় আঁচল রাঙা হয়
যমুনার ধারে কোমর জরিয়ে ধরি
কলেজ স্ট্রিটের তোমার আমার গলি
কাজল নয়ন কোপাই নদীর গানে
নন্দিনীপ্রেম অমৃতা প্রাণভরে
প্যাপিরাস লিপি আমাদের কথা জানে……