সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে সোনালি (পর্ব – ৯)

পুপুর ডায়েরি
আমি ইভল্যান্ড নার্সিং হোমে জন্মেছিলাম। ডাক্তার রথীন ঘোষ আর তাঁর গিন্নি, ম্যাডাম প্রতিমা ঘোষের হাতে। মা বলতেন, আমি যখন হয়েছি, ম্যাডাম তখনও মিসেস হননি। স্যার সবে লন্ডন থেকে ফিরেছেন ডিগ্রীদের নিয়ে। ওনারা খুব মিষ্টি মানুষ। মানিক কাকু, নীপা জেঠিমারা খুবই বন্ধু ছিলেন ডক্টর দম্পতির। সেই সূত্রে বাবা মায়ের সঙ্গে ও এঁদের সখ্যতা গড়ে উঠেছিল। উল্টো দিকের ফুটপাথে সে বছর ফেব্রুয়ারি মাসে আরেক জোড়া মানুষ আর্য মিত্র আর ভারতী মিত্র তাঁদের ইস্কুল খুললেন। নব নালন্দা।
এই দু হাজার তেইশে এখন আর সাউদার্ন অ্যাভিনিউর মোড়ে , না আছেন এই মানুষেরা। না আছে ইভল্যান্ড নার্সিং হোম বা নব নালন্দার সেই আশ্চর্য সুন্দর বাড়ি, নালন্দা ভবন।
আমার কলকাতা এখন অন্য কলকাতা হয়ে গেছে।