সম্পাদকীয়

তিথিডোর
শলাকার সূচিমুখে লেখা ছিল
তার প্রিয় নাম
এক দুই তিন করে ভূর্জপত্র
ভরে ওঠে শ্লোক
রক্তিম ওষ্ঠের মত রক্তবিন্দু
লাল দিয়ে লেখা
কাম প্রেম আধোকথা
প্রেম ঋতু তার ভালো হোক।
আসুক নতুন দিন
ত্রিভুবনে ভুবনেশ্বরী
ষোড়শীর অভিমান
তাপে ফোটে পদ্মাসনা ভোর
সব রোগশোকহরা
নতুন জীবন পাক মাটি
সমস্ত আঁধার মুছে
ফুটে ওঠো নতুন বছর।
সোনালি