||নারীতে শুরু নারীতে শেষ|| বিশেষ সংখ্যায় শাল্যদানী

শ্রীমতী যেন নারী দিবস
আজ তুমি কেবল নারী,
প্রেমিকা বা মা বলে আজ সম্বোধন নয়।
তুমি সেই নারী আজ, যে —
আমাকে পুরুষ ভাবতে শেখালে…
ভাবতে ভাবতে পুরুষ…
তোমার দেহগত আবিষ্কার হিমালয়,
স্কচের বেসামাল নেশায় তুমি চাট,
ক্লান্ত মনে হটাৎ কামনা তুমি।
আরও কত কী!
তুমি উন্নত বক্ষস্থ কোন কেউ নও,
তুমি আড়ালে আবডালের প্রসাদও নও।
ধরে নাও উন্নততর কল্পনার কোলাজ!
না হতে পারো ব্যারোমিটারে নারী,
পুরুষকার হতেই পারে তোমার সোপান,
তবু অন্তস্থ জীবজকার টাইফুনে চলমান
আমার কাব্যশক্তি তুমি!
তোমার জন্য পুরুষাকারে নারীদেশ জয় হোক!
তোমার জন্য পুরুষালী নারীকে চুমু,
তোমার জন্য নারীরূপের পুরুষকে আলিঙ্গনপাশ।
আর কী বলি
শ্রী ছাড়া জীবনে কোনো নারীই দেখিনি!