সম্পাদকীয়

নতুন বছর এলো।
চলে গেল দুহাজার একুশ।
কিন্তু একেবারেই গেলো না মহামারীর তাণ্ডব। মৃত্যুর স্রোত।
তাই বছর শেষ হলেও, মন খারাপ যাচ্ছে না।
বছর শেষের চিঠি
শিরশিরে ঠান্ডায়
আর ঝমাঝম বৃষ্টির দিনে
গরম গরম খিচুড়ি আর
বেগুন ভাজা খাবো বলে বসেছিলাম
তুমি আমায় এক বাক্স জড়োয়ার গয়না
আর মহার্ঘ্য রেশম এনে দিলে
দুর্লভ জিনিস, মানুষের চাহিদার সম্পদ
মাথায় করে রাখলাম
কিন্ত জীবন মশাই
ঠিক এই জিনিসগুলো তো আমি চাইনি।
আমি শুধু একটা ছোট্ট ঘরের আরামে বসে
আদরের মানুষদের উত্তাপের বালাপোষ
মুড়িশুড়ি দিয়ে
বর্ষার ভেজা ভেজা আদরের গপ্পো
শুনতে চেয়েছিলাম।