লৌকিক সংলাপে ভূমিদেহ সংসার
ভারতের এপ্রান্ত থেকে উড়ে গেছি
গুহায় শুধু সাদা ফোঁটা বুক ভরা সামগান
২০. শুনতে পাই নি অনেক কথা
কথা তো বলেছি অনেক
উত্তরও সব যথাযথ
দিয়েছিলে একের পর এক
শুনতে পেলাম নতুন নদী
জলের মধ্যে ছাযা়লেখা
স্রোতের নিচে চাপা ছিল
বিষন্নভাব আর, না দেখা