সম্পাদকীয়

মহামারী নিয়েই পৃথিবীতে ঘর সংসার চলছে কত দিন ধরে।
কত মানুষ চলে গেল।
কত আতঙ্কে কাঁটা হয়ে থাকা রাত। আবার গবেষণা। টিকা। আবারও অসুখ। আবারও ভয়। কিন্তু না, এবার জিতছে জীবন। জিতছে চিকিৎসকরা মরতে মরতেও। তাই ফিরে এল ফাগুন।
আসছেন পলাশপ্রিয়া বসন্ত পঞ্চমীতে। উষ্ণতা আর আবেগ ফিরে আসুক জীবনে।
ভালবাসা থাকুক।
সেই ত ফাগুন আগুন নিয়ে
পলাশ হাসি হাসতে আসা
সেই ত বাহার বসন্ত আর
খুন খারাপির মন্দ বাসা
চিমটি কাটা খুনসুটি তাই
ঝগড়াঝাটির ফর্দ বাড়ে
রং ছড়ালে দিন গড়ালে
সানাই বাজে মনের ঘরে
চশমা যখন গম্ভীর হয়
চুলের পাশে রূপার তুলি
কমতে থাকে চেনা মুখ আর
চামড়া জুড়ে রেখায় বলি
মধুর গানের ছন্দ এসে
বসন্ত দিন মোছায় ধুলো
ভাগ্যিস এই বুড়োদের ও
চৈত্র ফাগুন এসেছিল।