সম্পাদকীয়

দীপান্বিতা এসে গেছে। সঙ্গে ভ্রাতৃ দ্বিতীয়া।
গত বছর এমন দিনে আমি, আমার পরিবার কোভিড আক্রান্ত হবার সার্টিফিকেট পেয়েছিলাম।
এ বছর পরিবারের কাছের মানুষেরা হাসপাতালে, বাড়িতে একই ভাবে অসুস্থ। কত প্রিয়জনকে হারায়েছি এই দীর্ঘ সময়ে।
কিন্তু তবু, জ্বালতে হবে ত আলো।
তবু বলি, কাছে আছি। পাশে ত আছে অগণিত বন্ধুরা, এও ত জীবনের উদযাপন।
তাই আবার লিখতে বসলাম।
অজস্র কাছের মানুষ বলছেন, কি করে দেব? কি লাগবে বল। শুভ কামনা জানাচ্ছেন।
মেয়ের বন্ধুরা দেশ বিদেশ সমস্ত পৃথিবীর কোনা থেকে খোঁজ নিচ্ছে।
দুই হাত পেতে নিচ্ছি ত এইসব ভাই ফোঁটার উপহার।
আলো হয়ে থাকলো এই সব ভালোবাসা।
এই ত আমার দীপাবলি।
এইসব সাথে নিয়েই টিকে যাব।
মহামারী, তো কি?
মন্বন্তরে মরিনি আমরা মারী নিয়ে ঘর করি
বাঁচিয়া রয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি….
আনন্দময়ীর জয় হোক
তাঁকে প্রণাম।