বাংলার প্রথম ‘রেনবো ওয়েডিং’

জীবনে তো কারো কারো সাহারার দরকার হয়,দরকার পড়ে! আর সে সাহারা যদি আসে মনের মানুষটির কাছ থেকে তাহলে তো কথাই নেই। পরিবার যদি সবকিছু মেনে নিতে পারেন তবে তো আরো ভালো হয়। ভিডিওতে দেখে নিন দীপন আর তিস্তার কথা। ওরা একটা রেকর্ডও করলো। এই প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে এক রেনবো ওয়েডিং-এর রেকর্ডের অধিকারী হলো তারা।তাদের ভালোবাসা পেল ঘর। টেকটাচ টক পরিবার থেকে তাদের অনেক অনেক শুভেচ্ছা।