।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় রাখী সরদার

বিপ্লব
প্রকাণ্ড সময় —
মানুষের বাগযন্ত্রকে
ধারালো বর্শাফলকে গেঁথে
হেঁটে চলেছে ক্ষুধার্ত ভবিষ্যের দিকে …
বিবস্ত্র সভ্যতা —
জ্বলন্ত দু’চোখে সঞ্চয় করছে লাম্পট্য,
যে কোনো মুহূর্তে গুপ্ত ফায়ারম্যান রূপে
ছাই করবে স্বজনের দেহ…
একজন উন্মাদ কবি —
হাড়ের কলম ছুঁড়ে
ফুটো করছে রাষ্ট্রের অমানবিক বুক…
বর্তমান পূতিগন্ধে ভারী, তবু একান্ত বিশ্বাস
এই স্যাঁতসেঁতে রোদ্দুর থেকে দ্রুত জন্ম নেবে
এক অনিবার্য উত্তরপুরুষ…
মন্দলিপি
এলো খোঁপা খসেছে কি
. মেঘের গ্রীবার রঙে সন্ধ্যে …
সাজঘরে কে তুমি হংসিনী!
. প্রাচীন পালকে বাঁধো লাজ!
কামনার চাঁদ ভাসে
. কালোবাওড়ের জলে।