T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় রাজীব সিংহ

ফিরেছে পয়লা
যেভাবে প্রাঙ্গণ নিবিড়ে ছিল বাঁধা
নিহত আলোদিন উন্মাদের
এখনো রৌদ্র হয়নি স্তিমিত
না-পারা কোন্ দিন অভ্যাসের!
ছিল কী কামনায় জোনাক পোকারা
রাত্রিমথেদের কুয়াশাভোর
রক্তহীন পথে তারারা নিশ্চুপ
যে ছিল উন্মাদ সঙ্গী তোর।
অথচ এই মেঘ, শুনছো তুমিও
নদীরা ধূ ধূ এই চৈত্রকাল–
ভ্রমণে যারা গেছে ফিরেও এসে গেছে
ফিরেছে পয়লা ফিরেছে হাল।