প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে রাখী সরদার

দূরত্ব

কেন ডেকেছিলে
মেঘভাঙা শ্রাবণের দিনে?
কেন শোনালে না-দেখা পাখির গান
কেন চিবুকরেখায় এঁকে দিলে
নিরুদ্দেশ নদী ।

সারারাত ঘুম নেই
জোনাকিরা বাহুলতা ঢেকে
রক্তে -ছন্দে যেভাবে মশগুল
তাপে -উত্তাপে পুড়ে যায় ভালোবাসা

তুমি পাশে নেই
আগুন ডিঙিয়ে ঝুঁকে আছো বহুদূর
এমন হৃদয়-দূরত্ব আমি কি
স‌ইতে পারি আর?

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।