কবিতায় রাখি সরদার

জতুগৃহ
বারণাবতের কথা থাক । রাখো তোমার সুখাহত চাঁদগল্প ,এই ভুরুর
ধনুকে বিদ্ধ হয়ে যে জতুগৃহ বানিয়েছো তার কথা বলো। বলো
আড়ালমণ্ডিত এই দেহের ধ্বনিতে
কতদূর ছড়াতে পারে আগুন
আগুন কী শুধুমাত্র ঝলসে যাওয়ার
অবভাস ? অতি গূঢ় কামনার আপ্যায়ন নয় কী?
তুমি তো রমণপিপাসু । তৃষ্ণার ছলে
বসে থাকো সম্ভোগ – তীর্থে । পথভ্রষ্ট
হাওয়া এলেই লীলাক্ষেত্রে বেজে ওঠে রণদুন্দুভি
নারী, নাভি ও যোনিপ্রশ্নে জ্বলে ওঠে
পুরুষ আকাঙ্ক্ষা ।ধোঁয়ায় ধোঁয়ায়
আচ্ছন্ন কৌরব কাহিনী। পুড়ে যাচ্ছে
প্রেম,দ্রোহ,পুড়ে যাচ্ছে দেহতান।
চারদিক কেবল অসংযত ছাইপোড়া
শীৎকার …