মেহেফিল -এ- শায়র রুদ্রাক্ষ রায়হান
স্বপ্নাংশ
স্বপ্নের কিয়দাংশও যদি নিতে-
দুই চোখ সুখে মুদে যেত
স্বপ্নের বাড়াবাড়ি অধিক ঘুমের কারণ
জংশনে শেষ ট্রেন ফিরে আসার অপেক্ষায় –
যে রাত্রিরা জেগে থাকে
বিশ্রামের অস্বস্তি নিয়ে চন্দ্রস্নানের দুঃখ তারা জানে
আমি শুধু শেষ রাতের ট্রেনে উঠে যাই
তোমাকে দেবার পরে যতটুকু অবশিষ্ট থাকে
মাঝ রাতে ঘুম ভাঙা স্টেশনে রেখে গেলাম