মার্গে অনন্য সম্মান রীতা রায় (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার
সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ১১৭
বিষয় – সাহিত্যের আড্ডা
সাহিত্য আসর
ছিটানো শিশির আর কুয়াশার সাজে
খিলখিল অবুঝ সকাল,
স্নিগ্ধ সমীরণে মুগ্ধ সুনির্মল মেজাজে
ঝলমল সবুজ উষাকাল।
কাব্যের মালাখানি গলে যারা স্বনামে ধন্য
চলেছে নীরব অভিসারে,
সংস্কৃতিধারা বিলোবে তারা সকলের জন্য
সুর মিলবে সারাৎসারে।
ঊষাকিরণে অমিয়সূধা অবিরাম ঝরে
মুক্তমনা আমন্ত্রনের চিঠি,
মহামিলনের মহোৎসব সাহিত্য আসরে
কুড়োবে সৌহার্দ্য একমুঠি।