কবিতায় স্বর্ণযুগে রথীন পার্থ মণ্ডল (গুচ্ছ কবিতা)

চারটি পঞ্চবাণ কবিতা
১. আয়না
আয়নার ভিতর দেখি নিজের শরীর
আয়নার ভিতর দেখি তোমার শরীর
আয়নার ভিতর খুঁজি নিজেকে তোমাকে
আয়নার ভিতর খুঁজে যাই বাস্তবকে
আয়নার ভিতর আয়নাকে খুঁজে পাই?
২. রেখে যাওয়া স্মৃতিগুলো
কত বদল ঘটে সময়ের, জীবনের
তবুও পেরিয়ে তাই রোজ জীবনকাল
সুখ, দুঃখ, হাসি, কান্না নিয়েই
আজও পথ চলি আমরা সবাই
শুধু থাকে রেখে যাওয়া স্মৃতিগুলো।
৩. হারা জেতা
হারা জেতার দোটানায় ভুগি রোজ
কোথায় জিতব, কোথায় হারব বুঝিনি
কি হবে বুঝে আর জেনে
যেখানে লড়ে যাই বাঁচার জন্য
আড়াল থেকে শুনি- জেতো, জেতো…
৪. অতৃপ্তির সান্ত্বনা
ঋতুচক্রে শরৎ আসে, চলেও যায়
আসে দশভূজা এসে যায় শিউলি
মন ভরে যায় কানায় কানায়
চাওয়া পাওয়ার অতৃপ্তিকে খুঁজে গেছি
পাওয়ার আশায় সান্ত্বনা দিইনি নিজেকে।