কবিতায় স্বর্ণযুগে রথীন পার্থ মণ্ডল (গুচ্ছ কবিতা)

চারটি পঞ্চবাণ কবিতা
১. মধুর মাঝে
মধুর মাঝে আজও জাগে বিস্ময়
মধুর মাঝে নেই কোনো ক্ষয়
মধুর মাঝে জন্মাই নদীর তীরে
মধুর মাঝে আসি ফিরে ফিরে
মধুর মাঝে থাকি ‘মধু’র সাথেই।
২. বন্দী
অক্ষর বন্দী হয় কাগজের কাছে
মিথ্যে বন্দী হয় সত্যির কাছে
অসময় বন্দী হয় সময়ের কাছে
হিংসা বন্দী হয় সাফল্যের কাছে
ভালোবাসা কি বন্দী নিজের কাছে?
৩. খোঁজা
সব গল্পের উপসংহার খুঁজি রোজ
সব আক্রমণের নিশানা হই রোজ
সব উপহাসের পাত্র হই রোজ
সব স্বপ্নকে খুঁজে বেড়াই রোজ
সব যন্ত্রণার উপশম পাই কি?
৪. খেলা
অভিযোগের পাহাড় জমে চলে রোজ
অভিমানের সুর বেজে চলে রোজ
মান ভাঙানোর খেলা চলে রোজই
সুখের সন্ধানের খেলা চলে রোজ
তবুও খেলা শেষ হয় কি?