আমার জীবিত উপাখ্যানে মৃত্যুর শীৎকার,
চেনা অচেনা অন্ধকারের সাথে আপোষের অভ্যাস,
স্বপ্নের মাঝে তোমার অশরীরী সাক্ষাৎ ধরা দেয় ক্ষিপ্ত আঙিনায়,
তোমাকে সবটুকু জানার বাসনায় গভীরে ডুব দিয়েছি দ্বিধাহীন।
অথবা তুমি ডুবেছো অতৃপ্ত প্রেমের সাগরে,
আমার ভেজা ঠোটের বিজ্ঞাপনে খুঁজে পাওনি হয়তো কোনো উন্মাদনা,
হৃদয়ের ফেরিঘাটে কান পেতে শোনো নি হয়তো আগমনী সুর,
হয়তো পাওনি তোমার ঘেমো গন্ধে, আমার ক্লান্তি,
দেখ নি তোমার শহরে আমার অগোছালো পদধূলি,
তোমার আছে উন্মুক্ত আকাশ, আমার আছে নিঃসঙ্গ আধখানা চাঁদ।
তোমার কাছে আছে মুহূর্ত, আমার কাছে আছে এক বুক হতাশা।
আমি হলাম সেই শব্দচাষী যে মাইলের পর মাইল ধরে
চাষ করছে আবেগ,
গোলাপের কুড়িতে খুঁজে নিচ্ছে তোমার সুঘ্রাণ,
প্রতিদানে প্রতিটা কবিতায় তোমাকে রাখছে
উত্তরসূরি করে ।।