গল্পেরা জোনাকি তে রীতা পাল (ছোট গল্প সিরিজ)

ভালো থেকো
“এই নাম্বারটা সোনাগাছি গ্রুপে দেওয়া থাকে। আজ আমি বেরিয়ে যাচ্ছি। পরে ফোন করবেন। ”
চকিতে পাশের সহযাত্রীর দিকে চোখ চলে গেল। কি অদ্ভুত? নিরুত্তাপ দু’টো চোখে চোখাচোখি হতেই দৃষ্টি বাসের জানলার দিকে ফিরিয়ে নিলাম। সেই মুহূর্তে লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার কথা মনে পড়ছিল।
কথাগুলো কানে আসছিল-কাল সারারাত ওরা ঘুমাতে দেয়নি। এসপ্লানেডে গাড়ি থাকবে। ওখানে নেমে ওদের সাথে চলে যাব। আজ কোনভাবেই ডেট দেওয়া যাবে না। কাল সন্ধে,বলেই ফোনটা কেটে দিলো।
ডিপ কাট কুর্তিতে বুকের ভাঁজ স্পষ্ট। রাত জাগা চোখে নিপুন হাতে কাজল আঁকা। ক্লান্তি ঢাকতে মাস্কারার জুড়ি নেই। অচেনা বাতাসে উড়ছে হাইলাইট করা চুল। ঠিক নিউমার্কেট আসতেই উঠে দাঁড়াল। হাতের ব্যান্ড থেকে রাবার ব্যান্ডটা খুলে চুলটা পনিটেল করতেই ঘাড়ের উল্কিটা চোখে পড়ল – ভালো থেকো।