T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় রীতা পাল

কালবৈশাখী
কালবৈশাখীর ঝড়ে উড়ে যায় মানতের নুড়িপাথর।
সতী পিঠের লাল সুতোর গিট খুলে বেরিয়ে আসে মনস্কামনা
বটের ঝুড়ি বেয়ে নিয়তির দোলনায় দোল খায় ভাগ্যচক্র।
জ্যোতিষীর খাঁচা খুলে পালিয়েছে সবুজ টিয়া!
সেও আর কোনদিন ফিরবে না।
অদৃষ্টের যূপকাষ্ঠে বলি বিশ্বাস ! এখন
হাঁড়িকাঠে লেগে আছে কচি পাঁঠার রক্ত। চাতাল জুড়ে ঝরা পাতাদের আর্তনাদ।
আজ শব্দেরা আত্মসমর্পণ করেছে বাতাসের কাছে
আকাশ থেকে নেমে আসছে আগুন,পুড়ে যাচ্ছে লাল শালু।
পুড়ে যাচ্ছে সাক্ষী থাকা
ফুল,বেলপাতা,তুলসী।
হে ঈশ্বর! আজ তুমি মেঘ ভাঙ্গা বৃষ্টি হয়ে নামো-
ধুয়ে দাও নিঃশব্দে জমে থাকা পাপ।
আরো একবার তুমি মানতের লাল ডুরী আর নুড়ি হয়ে ওঠো।