দিব্যি কাব্যিতে রীতিশা পাল

অস্তিত্ব সংকট
ক্লান্ত আমি নিজেকে হারাই গভীর থেকে গভীরে,
ক্লান্ত অভিনয়ের পেক্ষাপট,
শ্রান্ত আমি নিজেকে হারাই সময়ের স্রোতে…
সময়ের সাথে সহবাসে বিপন্ন অস্তিত্ব
একাকীত্ব অনেক বেশি নাড়া দিয়ে যায় ভিড়ের মাঝে,
জীবনের স্বন্ধি-ক্ষনে রাতের তারার মত সময় গুনে চলা আমি জীবনাবসানের প্রতিক্ষায় স্তব্ধ।
জীবন অংকের হিসেব কষছি সাদা খাতার পাতায়,
চারিদিকে ঘন আঁধার সব কিছু যেন এলোমেলো,
মুহূর্তের কাছে পরাজিত আমি,
দেখি স্মৃতির অ্যালবাম জুড়ে শুধুই প্রগাঢ় অনুভূতিময় এক ছবি।
বারুদশলা জ্বলছে আমার বুকে,
বুকের রক্ত দিয়ে লিখে চলেছি তাই অজস্র উপন্যাস,
প্রতিটি পঙক্তিতে নাম লেখা কোন এক বিশ্বাসঘাতকের…….।।