মার্গে অনন্য সম্মান রঞ্জনা মন্ডল মুখার্জী (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার 

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৬০
বিষয় – দোসর/সুখী গৃহকোণ / সমর্থন / জন্মাষ্টমী

সবুজ বন্ধু

আমার একটা বন্ধু চাই… ভীষণ আপন!
তুই আমার বন্ধু হবি….সবুজ বন্ধু!
তোকে জড়িয়ে আষ্টেপৃষ্টে আমার ইচ্ছেগুলো মাথাচারা দেবে,
লকলকিয়ে উঠবে স্বর্ণলতার মত!
তুই আমার মনের আয়না হবি….
আমার মুখের প্রতিটা অনুভূতি তোর খুব চেনা,
আমার বিষাদের সুরে বেসুরো হবে তোর তানপুরা।
তুই তখন খুব যত্ন করে ধূলো ঝেড়ে দিবি….
আবার নতুন করে শুরু হবে আমার পথচলা…!
তুই আমার আকাশ হবি….
মনখারাপের মেঘগুলোকে ভাসিয়ে দেবো তোর বুকে,
বৃষ্টির জলে ধুয়ে দিবি আমার সব মলিনতা!
তুই হবি আমার ভুবনডাঙা….
তোর শক্ত মাটিতে পা রেখেই আমি স্বপ্ন দেখবো আকাশছোঁয়ার!
আমাদের বন্ধুত্বের চারাগাছ দিনে দিনে বড় হবে,
আমি তাতে জল দেবো, সার দেবো….
আর তুই দিবি ভালোবাসা….!
বন্ধুত্বের চারা পল্লবিত হবে নব কিশলয়ে,
প্রগাঢ় হবে সবুজ হৃদয়ের স্পন্দনে।
বয়স বাড়বে সংখ্যায় একটা- দুটো করে….
চুলে ধরবে পাক,কপালের বলিরেখা স্পষ্টতর হবে,
বন্ধুত্বের শাখে তখন কত অভিজ্ঞতার বসন্তসমাগম!
কালের স্রোতে ঝড় উঠবে,আসবে দুর্যোগ – ঝঞ্ঝা,
খড়কুটোর মত উড়িয়ে নিয়ে যাবে সব কিছু ,
আমার তখন প্রাণপন বাঁচার চেষ্টা তোকে আঁকড়ে ধরে,
তখন তুই হবি আমার আশ্রয়…!
আমার জীবনের সব গল্পগুলো গচ্ছিত রাখবো তোর সিন্দুকে….
একান্ত অবসরে নিভৃতে উন্মোচন করবো একে একে।
তুই আমার সবুজ বন্ধু হবি…
আমাদের বন্ধুত্বের চারা যখন মহীরুহের বিশালতায় দোদুল্যমান স্বাভিমানে,
বেলাশেষের ঝরা পাতার ধূসরতায় গোধূলির আলো মেখে…..
মুখোমুখি আমরা দুজন থাকবো মুক্তির প্রতীক্ষায়….!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।