মার্গে অনন্য সম্মান রঞ্জনা মন্ডল মুখার্জী (সর্বোত্তম)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব – ৫৫
বিষয় – মুখ ও মুখোশ

মুখোশনামা

প্রতিটি মুখোশের একটা গল্প থাকে….
প্রতিটি মুখোশ জীবনের কথা বলে….।
মুখ ঢেকে যায় মুখোশের অন্তরালে…
সমান্তরাল আর একটা জীবন চলতে থাকে।
মুখোশের কোনো জাত হয় না…
ধর্ম- বর্ণ – গোএ….
মুখোশ শুধু মানুষ চেনায়… শত্রু অথবা মিত্র।
জীবনরূপী রঙ্গমঞ্চে নাটকীয় মোড় আসে….
ক্লাইম্যাক্সে ফুটে ওঠে মুখোশের চরিত্র ।
চড়াই উতরাই… ঘাত প্রতিঘাতে.. সংসার চক্রব্যূহে
বৈপরীত্য দ্বন্দ্ব ভরা…. জীবনের গতিপথে…!
শুধু চরিত্র গুলো ‘ রঙ’ বদলায় নিজের অযান্তে…. ‘ছিদ্র’ সব ঢাকা পড়ে যায় সাজানো সংলাপে।
মুখোশই কেবল সাক্ষী থেকে…. অলক্ষ্যে হাসে…!
মুখোশ মানে যুদ্ধ কৌশল…
ন্যায়- অন্যায়ের দোলাচল….!
ছদ্মবেশে বন্ধু সেজে কপটতার ছল….!
ইতিহাস সাক্ষী আজও… পলাশীর প্রান্তর…
বাংলার সূর্য অস্তমিত… সিরাজের পরাজয়…!
প্রবঞ্চক মুখোশধারী মীরজাফরের জয়….!
স্বাধীনতা সংগ্রামের বহু বিপ্লবী মহান…
” বিশ্বাসঘাতকতার ” মুখোশে হয়েছিল বলিদান।
মুখোশ তাই “অদৃশ্য”… ষড়যন্ত্রে ভরা…
শাসণ- শোষণ – তোষণ নীতি… কূটনীতিতে সেরা।
মুখোশ মানে “ভন্ডামি” আর মিথ্যে প্রতিশ্রুতি…
রাজনীতির মোড়কে সততার ভরাডুবি…!
জনদরদী মুখোশ পড়ে… ভাষণ মনোগ্রাহী..!
মুখোশ খুললেই হিসাব নিকাশ…
ব্যাঙ্ক ব্যালেন্স আর কাটমানি…!
শিক্ষাক্ষেত্রে রাজনীতি… আর চাকরিতে দরাদরি…
মুখোশের আড়ালে চলতে থাকে… ডিগ্রির নিলামি।
মুখোশ মানে “মরীচিকা”… ভ্রান্ত প্রতিচ্ছবি…
হৃদয় বিদারক হতাশা আর ব্যর্থতার ছবি…!
মুখ লুকিয়ে মুখোশে…. হাসির রেখা টানি…
শুধু ” ভালো থাকার ” অভিনয় -দিনরাত পরিপাটি!
একমাত্র মুখোশই জানে…
সে অন্তরের তীব্র দহন… ক্ষত… আর গ্লানি।
প্রতিমুহূর্ত জীবনযুদ্ধে মৃত্যুর হাতছানি।
তবু মুখোশ মানে “জীবন” জেনো….
মুখোশই জীবিকা…সংসারের রুটিরুজি… মুখোশই ভরসা….!
সার্কাসের ওই জোকারও যে নিত্য সঙ সাজে…
রঙ বেরঙের মুখোশ পড়ে লোক হাসিয়ে চলে।
অনুষ্ঠান বাড়ি… জাঁকজমক… আলোর রোশনাই
প্রবেশদ্বারে বহুরূপীর…. মুখোশেতেই ঠাঁই।
অর্থের বিনিময়ে মিকি মাউস, চ্যাপলিন, জোকার বা জন্তু জানোয়ার….
অভিনয় দীর্ঘসময়ের…. দু’পায়াতেই ভর…
খোলসের ভিতরে তখন কি অসহ্য….ঘুটঘুটে অন্ধকার..!
সঙ সাজা জীবনযুদ্ধে… মুখোশটাই হাতিয়ার…
মুখোশের ছত্রছায়ায় বারোমাস্যার সংসার।
মুখোশ মানে “সংস্কৃতি”….
গোষ্ঠী – কৃষ্টির ধারক…..
আদিবাসী সাঁওতালি নাচ… ছৌ মুখোশই তার বাহক।
ছৌ নৃত্য জগৎখ্যাত…. জীবনের জয়গান।
মুখোশ বেশে নৃত্যরত….সুখ দুঃখের আলাপন…!
আর এক মুখোশ “মানবতার”….
পরোপকারই ধ্যান – জ্ঞান…
এমন অনেক মানুষ আছেন পরম হৃদয়বান….
অলক্ষ্যে থেকেই জীবসেবায় যাঁদের নিবেদিত প্রাণ।
ডাক্তার – নার্স – সমাজসেবী…. কত যে মহান!
দুরারোগ্য ব্যাধির সাথে লড়ছে প্রাণপণ
সারা শরীর বর্মে ঢাকা – মাক্স – শিরোস্ত্রাণ…
লড়াই চলছে প্রতিনিয়ত…. কঠিন সংগ্রাম।
যদি এমন হত….
মুখ আর মুখোশের পার্থক্য যেত ঘুচে…!
মনেও যা মুখেও তাই…. মুখোশের দর্পনে..!
এমন একটা দিন আসুক…..
মুখ আর মুখোশ হয়ে উঠুক সমার্থক।
মানবতার ধ্বজা উড়িয়ে……
প্রতিটি মুখোশেই ফুটে উঠুক এক ” মানবিক মুখ “!
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।