ক্যাফে কাব্যে ঋষিকা মন্ডল
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বালির প্রাসাদ
সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল…
সকালের ঘনত্ব, স্নিগ্ধতা প্রবল
দুপুরেও চওড়া সময়…বিকেল…
যাক! শেষ তো হল!
ক্ষুদ্র ক্ষুদ্র জানলা…দরজা…ফাঁপা গ্যাস বেলুনের মত পেটমোটা শব্দ বিশ্বাস, ভরসায় বেষ্টিত…
যাক! শেষ তো হল!
ভীত পরখ করে , ধ্রুব সত্যের মোড়ক সরিয়ে পাল্লা গুলো চিক চিক করে উঠছিল…
যাক! শেষ তো হল!
নোনা জলের ব্যাপ্তি কে অস্বীকার করে ভূমিতলে ধসে পড়তে কয়েক ঢোক সময় নিল…
যাক! শেষ তো……