আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ রাজর্ষি মজুমদার

আমার বাংলা

বাংলা আমার বুকের ভিতর
বাংলা আমার শিরার মাঝে।
বাংলা আমায় মায়ের মত
আগলে রাখে নিজের কাছে।

বাংলা আমার কান্না-হাসি,
বাংলা মোছায় চোখের জল।
বাংলা আমার মাতৃভাষা…
মা বলে তাই, প্রথম বোল।

বাংলা আমার মনের মাঝে
খেলা করে সকাল-সাঁজে।
বাংলা আমার স্বাধীন চলা-
বাংলা আমার মধুর বলা।

বাংলা আমার চলার পথে –
উড়িয়ে যায় বিজয় ধ্বজা।
বাংলা আমার নোবেল জয়ী,
গঙ্গা-পদ্মার দুই মাঝি।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।