|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় রিতা মিত্র

মেঘের জ্বর
বুকের উপর চেপে বসেছে নদী
শুকনো ডাঙার খোঁজে ডুবুরি
চোরাবালির পোকা জেগে উঠছে সন্তর্পণে
শতাব্দী প্রাচীন খিদে আজও মেটেনি
মেঘের ঠিকানায় আবদারের চিঠি
মিথ্যের কুচি দিয়ে সাজানো ফুলদানি
ফিকে হচ্ছে রঙ ধীরে ধীরে
পোড়া কপালের ভেতর আগুনের চিহ্ন মেলেনি
লাশকাটা ঘরে বিভ্রান্ত সকলে
টুপটাপ ঘাম দিয়ে মেঘের জ্বর ছাড়লো।