হৈচৈ ছড়ায় রেজাউল করিম রোমেল

পদ্মাসেতু
পৃথিবীর মানুষ তোমরা দ্যাখ
আমাদের টাকায় পদ্মাসেতু,
বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি নয়
জেনে নাও হেতু।
কতই না ষড়যন্ত্র হোলো
এই সেতু তৈরীতে,
রূখতে কেউ পারেনি
এই সেতু সৃষ্টিতে।
মাননীয় প্রধানমন্ত্রী
শেখ হাসিনার প্রচেষ্টায়,
পদ্মা সেতু আজ দৃশ্যমান
এই আমাদের দেশটায়।