যে ফুল শ্রাবণের মেঘ হয়ে সুবাস ছড়ায়
অহেতুক তাকে কেন বাঁধতে চাও বাহুডোরে?
সে থাকুক খুরওয়ালা হরিণের মতো মুক্ত চঞ্চল মেঘের ঘরে
একটু একটু করে উত্তাপ ছড়াক উষ্ণতার।
অমানিশা রাত আসবে যখন
তার ঔরস থেকে বেরিয়ে পড়ুক শত শত রঙিন প্রজাপতি।
ওদের মুক্ত ডানা উড়াবে বাতাসে আলোর চিহ্ন
রাখবে না আঁধারের কাছে কোনো ঋণ।
জানি আমি জানি একদিন অমানিশা রাতও হবে স্বাধীন।