যার লাগি সখ্যতায় মন করে আনচান !
গর্বের সে বাংলা ভাষা, আমার অখণ্ড প্রাণ !
মিষ্টি মধুরতায় ভুবন মাঝে পঞ্চম তার স্থান
“মোদের আশা,বাংলা ভাষা” মর্যাদায় অম্লান ।
মায়ের ভাষায় কথা বলার সে যে কী সুখ !
মাতৃ ভাষায় সাহিত্য, সিনেমা, গর্বে ভরা বুক
বাংলা আমার অহংকার,বাংলা বিশ্বের মুখ !
এরই মাঝে পরিস্ফুট যত আনন্দ -দুখ !
রক্ষার্থে সেই বাংলা ভাষার অস্তিত্ব , সম্মান ।
রফিক-সালাম-বরকতেরা দিয়ে গেছেন প্রাণ !
কৃতজ্ঞ চিত্তে স্মরি, গাহি তাঁদের জয়গান !
আরো আছেন যাঁরা,রেখে গেছেন অবদান !