কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া (গুচ্ছ কবিতা)

১। তোমার প্রেমে মুগ্ধ হয়ে কেটে গেলো কুড়ি বছর
তোমার প্রেমে মুগ্ধ হয়ে কেটে গেলো কুড়ি বছর,
হৃদয় মাঝে সব বোঝা, সৃষ্টির অদ্ভুত রহস্য।
উপলদ্ধি করলাম তোমাকে, কাছে পাবার মুহূর্তে,
তোমার চোখে প্রকাশ পেল আমার স্বপ্নের চাঁদনী।
তুমি অন্যের মাঝে হলেও, তোমার মন আমার জন্য,
প্রেমে আবিষ্কার হয়েছে, চল্লিশোর্ধ মানুষের মধ্যে।
কুড়ি বছর পার করেও, তোমার সাথে কাটতে চাই,
প্রেমের গলি পথে, চলতে চাই তোমার হাতে।
চল্লিশোর্ধ মানুষে আছি, প্রেমে আমি বাঁধা,
তোমার জীবনে কাঁটা হতে, হবো আমি স্বপ্নের প্যাঁচা।
২। এক স্বপ্নবিলাসী আমি
এক স্বপ্নবিলাসী আমি, আকাশে পাখির মতন,
চোখে মেঘের ছায়া, হৃদয়ে রঙিন রাত।
সুরে বজ্রধ্বনি, আলোয় ভরা এক আশা,
হাস্যে মিশেছে মুখ, মনে হাসে মধুর ভাষা।
পাথরের মধ্যে হাসি, স্বপ্নে আবেগ মিলে,
নিশ্চুপ থাকি ভুলে, ভুলগুলো থাকে ভাবে।
আলোর মধ্যে রয়েছে স্বপ্নের ছায়া,
ভরে আছে আকাশ, আমি এক স্বপ্নবিলাসী মানুষ হিসেবে চলি।
পথে মিশে যায় স্বপ্নগুলি, ছোঁয় তারা আকাশে,
হৃদয়ে বাজছে সুর, মুখের হাসি ছড়ায় মিষ্টি বাতাসে।
চোখে ঝরে আসছে স্বপ্নের মেঘলা আকাশ,
এক স্বপ্নবিলাসী আমি, চলি আগামী অসীম সমুদ্রে।
৩। তোমার প্রেমে মুগ্ধ হয়ে কেটে গেলো কুড়ি বছর
তোমার প্রেমে মুগ্ধ হয়ে কেটে গেলো কুড়ি বছর,
হৃদয় মাঝে সব বোঝা, সৃষ্টির অদ্ভুত রহস্য।
উপলদ্ধি করলাম তোমাকে, কাছে পাবার মুহূর্তে,
তোমার চোখে প্রকাশ পেল আমার স্বপ্নের চাঁদনী।
তুমি অন্যের মাঝে হলেও, তোমার মন আমার জন্য,
প্রেমে আবিষ্কার হয়েছে, চল্লিশোর্ধ মানুষের মধ্যে।
কুড়ি বছর পার করেও, তোমার সাথে কাটতে চাই,
প্রেমের গলি পথে, চলতে চাই তোমার হাতে।
চল্লিশোর্ধ মানুষে আছি, প্রেমে আমি বাঁধা,
তোমার জীবনে কাঁটা হতে, হবো আমি স্বপ্নের প্যাঁচা।