কবিতায় পদ্মা-যমুনা তে রবীন জাকারিয়া

শাপমুক্তি
আমি এক শ্রাদ্ধের আয়োজন করেছি!
আপনার খাবার, বসারস্থান, যাতায়াত,
হাত খরচ সবই আমার৷
ঘরে ঘরে নেমন্তন্ন দিচ্ছি সবিনয়ে,
যেন এক ভিক্ষুক আমি৷
তবুও আপনাদের চাই৷
আপনারা ব্যতীত এত কুলীন আর আশরাফ
কেই-বা আছে বলুন!
এতে যদি আমার পূর্বসূরিরা শাপমুক্তি পায়!
যাতায়াত, হাত খরচ নিয়েছে ঠিকই
কিন্ত মজলিশে পাইনি কাউকে৷
ভাইব্রেশন দেয়া স্মার্ট ফোনটি কেঁপে উঠছে বিরতিহীন,
ফোনটাকে খুলে দেখলাম,
ম্যাসেঞ্জার, হোয়াটসএপ, ট্যুইটার, লিংকডইনসহ
সকল সোশ্যাল মিডিয়ায়
আমন্ত্রিত অতিথিরা অনুরোধ করেছেন,
খাবারটা কি হোম ডেলিভারি দেয়া যায় না?
আমি এক শ্রাদ্ধের আয়োজন করেছি!
গর্ভবতি নারী যেমন শত প্রতিকূলতার
মাঝেও উত্তরসূরির জন্ম দেয়৷
সে সক্ষমতা নেই যে আমার৷
আমি শুধু আমার পূর্বসূরিদের শাপমুক্ত করতে চাই৷
আমি এক শ্রাদ্ধের আয়োজন করেছি!
তাই ঘরে ঘরে শ্রাদ্ধের খাবার পৌঁছাচ্ছি
ক্লান্তিহীন ভাবে৷