কর্ণফুলির গল্প বলায় রবীন জাকারিয়া
by
·
Published
· Updated
গল্প – ১
চামরায় মোড়ানো নরম গোলকটি নিয়ে আগে খুব খেলতাম, ওটা এখন ছোট্ট ছেলেটার দখলে ৷ সুযোগ পেলে মাঝে-মধ্যে আমি এখনো খেলি ৷
গল্প – ২
পা যুগল তুলে উপর হয়ে শুয়ে পড়লে ঘুম না ধরে বরং ছটফটে শরীরটা উপর-নীচ করে বারংবার মরণের ঘুমের খোঁজে ৷
গল্প – ৩
ডাক্তার ছাড়া বিয়ে করবে না বলে দু’জনেই বিজ্ঞানে পড়তাম ৷ আশাহত উভয়েই ৷ আমি বিবাহিত ৷ অনাবাদী বিল নিয়ে এখনো অপেক্ষায় আছে “অনাবিল” ৷
গল্প – ৪
পুত্র-কণ্যা দিয়ে সরালে বাবা-মা, ভাই-বোন ৷ হঠাৎ চাচা,র ঘরনী হলে যাকে বাবা ডাকি ৷ ফেরৎ পেলাম সকলকে ভিন্ন সমীকরণে ৷