কবিতায় রহিত ঘোষাল

সায়রী

এক জীবনে সবকিছু চাই আমার এক জীবনে সবকিছু চাই,সায়রীকে নিয়ে চলে যাব রূপকথার হিহিড়ি পিপিড়ি,
পলাশ ফুলের রাজ্যে প্রাত্যহিক ব্যস্ততা থেকে অনেক দূরে,
আমরা হাতে হাত রেখে কথার জাল বুনবো,সাঁওতালি গ্রামের পথে পথে আমরা শুধু প্রেম দিয়ে গোটা মহাজীবন থেকে মৃত্যু মুছে দেবো,
আমরা স্বপ্ন দেখবো নতুন ফসলের মাঠে,
আঙুলে আঙুল রেখে দেখব মৌটুসি পাখির উড়াল,
খুব যত্নে পরা শাড়ি তার লুটাবে লাল মাটির দেশে,
সায়রীর চুলে গুঁজে দেবো অচিন ঘাসফুল,
একঘেয়ে ধামসা-মাদলের সুরে নেমে আসবে
ধ্যানমগ্ন বিকেল,
আমরা ততক্ষণে জানি অন্ধকার কতটা অশ্লীল হতে পারে,
ডানা মেলতে পারে একটু আস্কারা পেলেই,শুধু উষ্ণতা পেলেই শ্রান্ত অবচেতন হয়ে উঠতে পারে বিনিদ্র রাত,
ঘনিষ্ঠ মম মনস্তাপ।
হায়! সেসব তামাটে রাতে সায়রী,
তুমিই মেটাতে পারো আমার সহস্র বছরের তেষ্টা ।।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।