কবিতায় রত্না দাস

তৃষা মরুময়
চিদগভীরে নিদনিবিড়ে কাল সঞ্চয়
ভ্রষ্ট দিশায় ক্ষুৎপিপাসায় অলীক বলয়
রাষ্ট্র নষ্ট দর্শনে
বৃথা দৃষ্টি কর্ষণে
জনতা জীবন ভ্রান্ত চলন, জেগে থাকে শুধু ক্ষয়!
ভাবনবেলা অন্তখেলা শেষের পথে
রুগ্ন কথন মন উচাটন কোন বেলাতে
শুষ্ক কাষ্ঠ ফ্যাকাসে
হাস্য দাস্য আভাসে
মরুতৃষা বৃথা আশা, ভাসে বন্ধ চোখের পাতে…