কবিতায় রত্না দাস

একদিন সব হাত
মৃত্যু একদিন নিয়ে যাবে হয়তো প্রাণটা কেড়ে
হাতটা ছুঁয়ে থাকিস বন্ধু দিসনা একেবারে ছেড়ে
হাতের গরম ছোঁয়াটা মনে ঠিক পড়বে
সবটুকু ওম নিয়ে মন তখন জড়িয়ে ধরবে
যে হাত ছুঁয়েছিলো কখনো মনের কোণা
বলা হয়নি, তা ছিল রেশমী সুতোয় বোনা
সে সুতোয় মাখানো ছিল ভালোবাসার আদর
উষ্ণতার স্পর্শ মেখে হয়েছিল নরম চাদর
যে পথ দিয়ে হেঁটেছিলাম রয়ে গেছে অনেক পেছনে
কিছুটা খুশি, কিছুটা অশ্রু, স্মৃতির ঝাঁপিতে বিছানো
একদিন ঝড় থেমে গেলে আবার সবাই পাশাপাশি
প্রশ্ন উঠতে পারে, ফুলগুলো কী সব হয়ে গেছে বাসী
থাক না পড়ে ওসব কথা… একটু ভালোবাসাতেই হাসি।