কবিতায় রত্না দাস

মাটি মা
জননী বসুন্ধরা তোমার কন্যা তো তোমাতেই মিশেছে
পাতালে প্রবেশ করেছে জনক-নন্দিনী সীতা।
মাটি জন্ম দেয়, মাটি মিশিয়ে নেয়
মাটিরই সন্তানসন্ততি
মাটিতেই সাজে আমাদের চিতা।
মাটি জল দেয়, মাটি ফল দেয়,
মাটি ফুল দেয়, মাটি চায়না কোনো কিছুই
আমরা দু-হাত পেতে নেই
সবুজ উপড়ে দেই, অরণ্য বিসর্জন দেই,
মাটির বুক খুঁড়ে তার ধ্বংসলীলা সাধনে মন দেই
আমরা জানি শেষ সর্বনাশেই!
তবু বোধ বলেনা কথা, মন চলে বিপথে
যেদিন উঠবো জেগে
সেদিন ধূ ধূ মরুর বুকে আমাদের কান্না শোনা যাবেই…