T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় রমেশ দে

চাষ করি
বৈশাখ পেরিয়ে গিয়েছে বৃষ্টি নেই। জ্যৈষ্ঠ দোরগোড়ায় কিছু আশা জাগে মনে।চাষীরা মাঠে বীজ ফেলার প্রস্তুতি করছে। কিন্তু বৃষ্টি যেন নিরাশ করে দেয়। আষাঢ়ে সবাই বীজতলা ফেলেছে।আর শ্রাবনে চারাগাছ গুলো বড়ো হবার আশায় পথ চেয়ে বসে আছে। কখন চাষীরা উপযুক্ত বৃষ্টি পাবে।কখন তাদের মাঠে নিয়ে যাওয়া হবে। তাদের মায়ের কোলে। যেখানে বড়ো হবার জন্য উপযুক্ত জায়গা পাবে। তাদের চারা গাছ ভাইরা সব একসাথে বড়ো হতে পারবে। তাদের মা, মাটি সন্তানদের কোলে পেয়ে ধন্য হবে। প্রকৃতি যেন নিরাশ করতে চায় না। আশ্বিনে চাষীর মন ভরা, পুকুরের কোল ভরা,আর প্রকৃতির শিশুদের প্রাণভরা বৃষ্টি দিয়ে সকলকে বাঁচিয়ে দিয়ে গেল।ভালো বৃষ্টি পেয়ে মাঠের ধান গুলো যেন চাষীর সাথে কথা বলতে চায়।আর বনের পশুপাখি এরা মনের আনন্দে বিচরন করতে চায়।আর মাঠের কীটপতঙ্গ এরা যেন বলতে চায় আমরা ভালো আছি। প্রকৃতির এই খেলা যেন সৃষ্টির বিকাশে নতুন প্রাণের সৃষ্টি করে।আর চাষীরা খুশি মনে গেয়ে যায়,”আমরা চাষ করি আনন্দে”।