ক্যাফে কাব্যে রুনা দত্ত

ক্ষত
মেঘ বৃষ্টি কুয়াশার মতো
মনখারাপগুলো ভেঙে চুরে
কখনো সামনে আসে
কখনো হারিয়ে যায়
মান অভিমান পালা শেষ করে
মানুষও কখনো কাছে আসে
কখনো দূরে সরে যায়
কখনো বা মুছে যায়
এই মেঘ বাদলের মতো
যাওয়া আসা ঘিরে যেন
বারবার আবর্তিত হয়
আমাদের যাপন
তাও তো কিছু কিছু মনখারাপ
চিরকালীন হয়
যা ঠিক ক্ষতের মতো জেগে থাকে
জীবনের রোজনামচায়