কবিতায় রঞ্জুলা দাশ

অপেক্ষার প্রহর

দিন কাটে হিসেবের খাতায়
মুহূর্ত গুলো বন্দী হয় বর্ণ বিহীন বর্ণতেই,
অপেক্ষা, দিনশেষের অপেক্ষা-
কোনো এক গোধুলিতে হাঁটবো কবিতার হাত ধরে,
সেদিন বিরতি নেওয়ার তাড়া নেই,
হিসেবের গরমিলে বিরামকালের কমতি নেই ,
যন্ত্রের কাছে হেরে যাবে না জীবনীমন্ত্র,
না ছোঁয়া মুহুর্তদের বন্ধু হবার প্রতিশ্রুতি
জিতে যাবে;
পড়ে থাকবে মানুষের হিসেবী অন্তর্দন্দ্ব।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।