কবিতায় বলরুমে রীতা চক্রবর্তী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
রোমান্স
বৃষ্টিতে ভিজে যাওয়া সকাল
বিছানায় অবশ শরীর একাকী ভালবাসায়।
চিন্ময়ীরূপে মুগ্ধ এ চোখ
তোমায় খুঁজে ফেরে মুঠোফোনের আলোয়।
হঠাৎই তুমি আমার মন আরশিতে
খোলা চুল কাজল চোখ ভেজা ঠোঁট।
উষ্ণ নিঃশ্বাসে ভরিয়ে দিলে আমায়।
জোয়ারে ভাসছে কাম।
তোমার চুলের গন্ধে পাগল আমি।
নদীর জলের মতো
বয়ে যায় আমার শরীরের নির্যাস
জড়িয়ে থাকা পাশবালিশে হৃদয়ের উন্মত্ত আবেগে।
নিথর শরীর বায়বীয় রোমান্টিক উত্তেজনার
প্রশমন শেষে নিস্ফলা চাষার শোকগাথা নিয়ে
ক্লান্তিকর একঘেয়ে গোঙানির মত প্রতিদিন
চকমকি ঠুকে বেঁচে থাকে আগুন পরশ মেখে।