।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় রুমা চ্যাটার্জী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
শরৎ
শরৎ মানেই নীল আকাশে
মেঘের লুটোপুটি,
শরৎ মানে কাশফুল আর
মনের মাঝে ছুটি।
শরৎ মানেই পুজোর আমেজ
শিশির ভেজা ঘাস,
আগমনীর সুরের সাথেই
শিউলি ভরা মাস।
শরৎ মানেই পুজোর গল্প
ম্যাগাজিনের পাতা,
পুজোর সাজে তালমেলানো
ছন্দ সুরে গাঁথা।
শরৎ মানেই নতুন সাজে
নতুন হাওয়ার দোলা,
আগমনী মায়ের কোলে
ভাঙা-গড়ার খেলা।
শরৎ মানে খুশির জোয়ার
ভাঁটায় পড়ে টান,
দুঃখী মায়ের ভাঙা ঘরের
রাখবে কে আর মান?
শরৎ মানেই মাটির ছাঁচে
মূর্তি গড়া প্রাণ,
আমার শরৎ দুঃখের মাঝে
নিত্য করে স্নান।
শরৎ আসে আজো ও ভাই
শরৎ আজো যায়,
আমার শরৎ মুক্তি খোঁজে
সেই শরতের দায়।