T3 || ২১শে ফেব্রুয়ারি – হৃদয়ে বসতে বাংলা || বিশেষ সংখ্যায় রীতা চক্রবর্তী

আগুন থেকে বাঁচ
বাংলা আমার হৃদয় জুড়ে
বাংলা আমার গানে।
বাংলাকথা শুনি আজকাল
বুঝি না তার মানে।
ইয়ার ডিয়ার ব্ল্যাকবিয়ার
ওই হাক্কাপাকার ডিম।
হ্যাঁচহ্যাঁচানি প্যাঁচপ্যাঁচানি
আগুন হাওয়ায় হিম!
বুক কাঁপানি বকবকানি
ওই ভানুমতির খেল।
মোটা লঙ্গুর খায় আঙ্গুর
মেরে বেজায় তেল।
নোনতা জলে বুক ভাসে যার
চোখের কোনায় আঁচ।
দোল দুলুনি ঘরভাঙানি
আগুন থেকে বাঁচ।