T3 || স্মরণে শহীদ || বিশেষ সংখ্যায় রীতা চক্রবর্তী

চিরঋণী
মাআআআ…শব্দটা প্রতিধ্বনি হয়ে ফিরে ফিরে আসে।
সজোরে লাঠির ঘায়ে মঙ্গলা পড়ে গিয়ে চিৎকার করে ওঠে মা…
তাকে রক্ষা করতে ছুটে গিয়েছিল তারই ষোড়শী বোনটা।
মুহূর্তেই গুলিতে ঝাঁঝড়া হয়ে লুটিয়ে পড়ল সেই কমলা।
বরাক উপত্যকার শান্তিপূর্ণ ভাষামিছিলে হল
অশান্তির হামলা।
শহীদের রক্তে রাঙা হল বাংলার ভাষা আন্দোলন।
ভোরের সূর্য যেন পূবআকাশের পটে লিখে দিল
শক্তির মহামন্ত্র – মা।
গোধূলির শেষ আলো সব রং মুছে দিয়ে
রক্তলেখায় লিখে গেল শান্তির মহামন্ত্র মা।
বাংলাভাষা প্রেমিকের উদ্বেল আবেগের বলিষ্ঠ প্রকাশ হল মা।
উনিশের শোনিতের চিরঋণী বাংলা আভূমি প্রণতী করে ‘মা’।