কাব্যানুশীলনে রূপক চট্টোপাধ্যায়
by
·
Published
· Updated
জুয়াড়ি
ডুবে যাবো কি না,
সে হিসেবে র সীমানায়
থমথমে করুণা রেখে
নিজেকে ছুঁড়ে দিলাম
অনন্তের জুয়া র আসরে!
এ মন ময়লার দেশে
ভেসে যাওয়া চাঁদমালায়
মাতৃ বন্দনা ধুয়ে গেছে
নীলকন্ঠ পাখি র উড়ানে!
ভেসে গেছে মায়া র কাঠামো
গভীর জলজ টানে একাই,
তবু সৌখিন দুঃখ গুলি
চোখ থেকে ঝরো পড়ে
চন্দন বনে !
বুক চিতিয়ে খেলা ধরেছি,
অভুক্ত রাতের কিনারায়
আমার ভোর ভাঙান তাঁবু,
কোন দিন কি ঘোড়ার
খুরের অহংকারে আসবে না
আগুন আবিষ্কারের ঘোড়সওয়ার।
কোন দিন শামুক থেকে শঙ্খের দিকে
হেঁটে যাওয়া সামুদ্রিক ঢেউ গুলি এসে
বুকের পাঁজরে আঁকবে না
ঝাউ বনের সুদীর্ঘ কোলাজ!
তবু খেলা ধরে বসে আছি
ঘুমের আগে পর্যন্ত
জেগে থাকবো বলে!